চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্পের সমালোচনার মুখে এফবিআই উপ-প্রধানের পদত্যাগ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পদত্যাগ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাককেব।

ম্যাককেবের বিরুদ্ধে বরাবরই রাজনৈতিক পক্ষপাতদোষের অভিযোগ করে এসেছেন ট্রাম্প এবং রিপাবলিকান বেশ কয়েকজন নেতা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে ম্যাককেবের অবস্থানই তাদের অভিযোগের কারণ। কেননা তিনি সবসময়ই বলে এসেছেন, ২০১৬ সালের ওই নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করেছে রুশ প্রভাব।

আর তাই ট্রাম্প ও রিপাবলিকান কংগ্রেসম্যানদের অনবরত সমালোচনায় অবসরে যাওয়ার মাত্র দু’মাস আগে পদত্যাগে বাধ্য হলেন তিনি।

ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে অবশ্য জড়িত থাকার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউজ।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজ প্রেস সচিব সারাহ হাকাবি স্যান্ডার্স বলেন, ম্যাককেবের পদত্যাগের সিদ্ধান্তের কোথাও হোয়াইট হাউজের সংশ্লিষ্টতা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন না বলেও জোর দাবি করেন তিনি।

তবে ম্যাককেব নিজ থেকেই সরে দাঁড়ান, ট্রাম্প এমনটিই চাইছিলেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম।