চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ন্যাপকিনে ক্ষতিকর রাসায়নিক

ন্যাপকিন তৈরিতে ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সংস্থার (এ্যানসেস) এক গবেষণায় ন্যাপকিনে রাসয়নিক দ্রব্য পাওয়া গেছে।

ওই সংস্থা বলছে, বাচ্চাদের ন্যাপকিনে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে, যা শিশুদের জন্য অনিরাপদ।

পরীক্ষা শেষে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ন্যাপকিন পরীক্ষার মাধ্যমে যে পদার্থ  পাওয়া গেছে তা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। শিশুদের স্বাস্থ্যর ঝুঁকির কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে তারা।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, শিশুদের ন্যাপকিন ব্যবহারে তেমন কোনো ক্ষতি নেই, বা দ্রুত কোন ঝুঁকিও নেই। আমরা অবশ্যই শিশুদের ন্যাপকিন পড়ানো অব্যহত রাখবো।

তবে ফ্রান্সের অর্থ ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার আর ১৫ দিন পরেই ন্যাপকিন উৎপাদনের উপর ব্যবস্থা গ্রহণ করবে।