চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নৌ-পথ উন্নয়নে বিশ্ব ব্যাংকের ঋণ

দেশের অভ্যন্তরীণ নৌ-পথের উন্নতিতে প্রায় ৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে
বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশের জন্য এই
ঋণ অনুমোদন করে বলে জানিয়েছে সংস্থাটির ঢাকা অফিস।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঋণের অর্থে ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ এবং এর আশেপাশের রুটে প্রায় ৯’শ কি.মি. নদী পথের উন্নয়ন করা হবে।

এছাড়াও পানগাঁও নদী-বন্দরে একটি নতুন টার্মিনাল এবং আশুগঞ্জের পুরানো টার্মিনালেরও উন্নয়ন করা হবে এ ঋণের অর্থে।

সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর এবং বরিশালে যাত্রীদের জন্য উন্নতমানের টার্মিনাল এবং ঘাটও নির্মাণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।