চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেপালে ধ্বংসস্তুপ থেকে ৪ মাসের শিশুকে জীবিত উদ্ধার

নেপালে ভূমিকম্পের ২২ ঘণ্টা পর নাটকীয়ভাবে ধ্বংসস্তুপের ভেতর থেকে ৪ মাসের ছেলে শিশুকে জীবিত উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এমন ঘটনাকে অলৌকিক উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, ধ্বংসস্তুপের মাঝে চাপা পড়লেও শিশুটি বড় ধরণের কোনো আঘাত পায়নি।

শিশুর অবস্থান জানার পর টানটান উত্তেজনার মধ্যে উদ্ধার অভিযানে নামে সেনা সদস্যরা। এক পর্যায়ে শিশুটিকে মৃত ভেবে ফিরে আসার উদ্যোগ নেয় উদ্ধারকারীরা। হঠাৎ কান্নার শব্দে থেমে যায় তারা। কাছে গিয়ে দেখে শিশুটি জীবিত। এরপর সীমাহীন উল্লাস ও অফুরন মমতায় বুকে জড়িয়ে ওই শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি করে সেনা সদস্যরা।

ভারতীয় উদ্ধারকারীরা ভূমিকম্পের ৩৬ ঘন্টা পর ৪০ বছর বয়সী শিতোলাকে উদ্ধার করেছে। ৪ সন্তানের মা শীতোলাকে ৫ তলা ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়।