চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেপালের নতুন প্রধানমন্ত্রী খাজা প্রসাদ অলি

নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট পার্টির নেতা খাজা প্রসাদ অলি। নির্বাচনে খাজা প্রসাদ পার্লামেন্টের ৫৯৭ সদস্যের মধ্যে ৩৩৮ ভোট পান।

দেশটির পার্লামেন্ট স্পিকার সুভাষ নেমওয়াং নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন। সর্বশেষ সরকারী জোটের সুশীল কৈরালাকে পরাজিত করে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী হন খাজা প্রসাদ অলি। হিমালয় কন্যা নেপালের নতুন সংবিধান নিয়ে চলমান বিক্ষোভ সমাবেশ, সেইসঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে সব ধরণের দূরত্ব দূর করে বেশ কয়েকটি শান্তি চুক্তি করবেন প্রধানমন্ত্রী খাজা প্রসাদ অলি।

গত ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি নেপাল কংগ্রেসের নেতা সুশীল কৈরালা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত মাসের শেষের দিকে প্রেসিডেন্ট রাম বারান যাদব নেপালে নতুন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান আদেশ জারি করেন।

ফলে নেপালে হিন্দু রাজতন্ত্রের পরিবর্তে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের আত্মপ্রকাশ ঘটে। কিন্তু দক্ষিণ নেপালের সংখ্যালঘু ক্ষুদ্র জনগোষ্ঠী তীব্র প্রতিবাদে ফেটে পড়ে।

এর প্রেক্ষিতে ভারতের সাথেও নেপালের সম্পর্কের অবনতি হয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এমন অস্থিতিশীল পরিস্থিতিতে নতুন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচন করতে এ মাসের দুই তারিখে পদত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।