চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেদারল্যান্ডস-পাকিস্তান সফরে উইন্ডিজ দলে যারা

আসন্ন নেদারল্যান্ডস-পাকিস্তান ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডে সুপার লিগের অধীনে আগামী ৩১ মে নেদারাল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে শেষে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে নিকোলাস পুরানের দল। পাকিস্তান সফরেও রয়েছে তিনটি ওয়ানডে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

প্রথম বারের মতো অধিনায়কত্বের দায়িত্বে থাকা নিকোলাস পুরানের দলে জায়গা হয়েছে নতুন তিন ক্রিকেটারের। পেসার জেডেন সিলস ও শেরমন লুইসের টেস্টে অভিষেক হলেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে সুযোগ পেয়েছেন কেসি কার্টি। বিশ্রামে রাখা হয়েছে অভিজ্ঞ জেসন হোল্ডারকে। সন্তানের বাবা হওয়ায় ছুটি পেয়েছেন শিমরন হেটমায়ারও।

‘কার্টিকে দেখে মুগ্ধ হয়েছিলাম। সে যেভাবে দক্ষতার সাথে ইনিংস বড় করে তাতে আমরা বেশ আশাবাদী। আশা করি সুযোগ পেলে সে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার গুরুত্ব বুঝতে পারবে। আমাদের তরুণ ফাস্ট বোলারদের একটি খুব ভাল দলও রয়েছে যারা তাদের দক্ষতা প্রদর্শন করেছে। আমরা ৫০ ওভারের ফর্ম্যাটে তাদের সুযোগ দেওয়ার জন্য এই দুটি সফর ব্যবহার করতে চাই। সিলস টেস্ট ক্রিকেটে খুব ভালো করেছে অন্যদিকে দারুণ পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজের সেট-আপে ফিরছেন লুইস।’

ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, এনক্রুমাহ বোনের, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, শেরমন লুইস, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র