চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘নেগেটিভ’ হলে বুধবার ছাড়া পাবেন মেয়েরা

জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের ১৪তম দিন চলছে। বুধবার সকালে করোনা পরীক্ষা হবে পজিটিভ হওয়া দুই ক্রিকেটার ছাড়া বাকি সবার। নেগেটিভ হলে মুক্তি মিলবে সোনারগাঁও হোটেলের জৈব সুরক্ষা বলয় থেকে।

করোনা পজিটিভ দুই ক্রিকেটারকে মঙ্গলবার হোটেল থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক কোনো জটিলতা নেই বলে নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, যে দুজন আক্রান্ত হয়েছেন তাদের আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। তারা সুস্থ আছেন। বাকিরা পরীক্ষায় নেগেটিভ হয়ে হোটেল ছাড়তে পারবেন।

নারী বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ জানান, ‘সকালেই হোটেল থাকা সবার কোভিড-১৯ টেস্ট হবে। সন্ধ্যা নাগাদ হয়ত ফল পাবো আমরা। সব ঠিক থাকলে কালই তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করতে পারব। মেয়েরা শারীরিকভাবে ভালো আছে। তবে মানসিকভাবে কিছুটা হতাশা কাজ করাটা স্বাভাবিক। দেশে ফিরেও তারা পরিবারের কাছে যেতে পারছে না।’

কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় দুজন নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ায় হোটেলবন্দি জীবন আরও দীর্ঘ হয় পুরো দলের। বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়ানো ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রথমবার ধরা পড়ে বাংলাদেশে। সতর্কতার অংশ হিসেবে কোয়ারেন্টাইন দুই সপ্তাহ বাধ্যতামূলক করে বিসিবি।

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা টিম টাইগ্রেস ভ্রমণের নানা জটিলতা পেরিয়ে ১ ডিসেম্বর ঢাকায় ফেরে। আফ্রিকান অঞ্চল থেকে ফেরায় পাঁচ দিনের কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেয় বিসিবি। পঞ্চম দিনে এসে দুঃসংবাদ মেলে টাইগ্রেস ডেরায়। দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হন। কদিন পর শঙ্কাই সত্যি হয়। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা যায়, ওই দুই ক্রিকেটারের শরীরে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।