চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেইমার ‘থাকবেন না’, পিএসজি ‘ছাড়বে না’

পিএসজিকে নেইমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি আর থাকতে চান না। কিন্তু ক্লাবটি তাকে রাখার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর গোলডটকমের।

নেইমার সান্তোস থেকে বার্সায় এসেছিলেন ২০১৩ সালে। কাতালানদের দলে নাম লিখিয়ে হয়ে ওঠেন অপরিহার্য সদস্য। মেসি-সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ। চার বছর পর শেষ হয় তার বার্সা অধ্যায়। এরপর গত বছর আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়ে পিএসজিতে নাম লেখান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফুটবল ভিত্তিক সংবাদমাধ্যম গোল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৩ মে নেইমারের এজেন্ট পিনি জাহাভি রিয়াল প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। একদিন পরে তিনি নেইমারের আইনজীবীর সঙ্গে কথা বলেন। ব্রাজিল তারকার বাবাই নাকি চাচ্ছেন নেইমার রিয়ালে যোগ দিক।

তবে পিএসজি চাচ্ছে যেকোনো প্রকারে ২০২২ সাল পর্যন্ত নেইমারকে দলে রাখতে।

বিদায়ী মৌসুমে ইনজুরিতে পড়লেও ৩০ ম্যাচে পিএসজির হয়ে ২৯টি গোল করেন নেইমার। এখন সুস্থ হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন।