চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আনোয়ারুল আলম: অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজের বিরুদ্ধে। প্রতিষ্ঠার পর কলেজে শতাধিক শিক্ষার্থী ভর্তি দেখানো হলেও নেই শিক্ষক ও শিক্ষার্থী। কলেজ অধ্যক্ষ ঢাকায় অবস্থান করায় তার দায়িত্ব পালন করছেন পরিচালনা পর্ষদের এক সদস্য।

জাতীয় বিশ্বিবিদ্যালয়ের অধীনে নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজ চালু হয় ২০০৬ সালে। প্রতিষ্ঠার পর টানা ১০ বছর মশিউর রহমান ডিগ্রি কলেজের একটি কক্ষে চালানো হয় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম। ২০১৬ সালে কানিয়ালখাতা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘর ভাড়া নিয়ে নতুন করে শুরু হয় প্রশিক্ষণ। এক বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সে শতাধিক শিক্ষার্থী ভর্তি দেখানো হলেও নেই শিক্ষক ও শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে কলেজ অধ্যক্ষ সিরাজুল ইসলাম ঢাকায় অবস্থান করায় তার দায়িত্ব পালন করেন পরিচালনা পর্ষদের এক প্রভাবশালী সদস্য।

অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে অনিয়ম দুর করে টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার দাবী শিক্ষার্থীদের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: