চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নীলফামারীতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

নীলফামারীর তিন উপজেলার ২২টি ইউনিয়নে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ রবিশস্য ও বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে আম ও লিচু গাছ। ফসল হারিয়ে দিশেহারা এ অঞ্চলের শত শত কৃষক।

ব্লাস্ট রোগের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকায় ৪০ মিনিট বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে উঠতি বোরো ধান, ভুট্টা, বাদাম, মরিচ ও বিভিন্ন মৌসুমী ফলের বাগান। কৃষক জানান, অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ধানসহ বিভিন্ন ফসল চাষ করেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

বোরো ধানসহ উঠতি বিভিন্ন ফসলি জমির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে কৃষি বিভাগ।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: