চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নীরবে দেশে ফিরলেন আট ক্রিকেটার

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলার পরদিনই দেশে ফিরল বাংলাদেশ দলের একাংশ। শুক্রবার সন্ধ্যায় দুবাই থেকে আট ক্রিকেটারের সঙ্গে ফিরেছেন চার সাপোর্টিং স্টাফ।

বিশ্বকাপে চরম ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। নীরবেই তারা বিমানবন্দর ত্যাগ করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হননি কেউ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দলের সঙ্গে দেশে ফেরেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। চার ক্রিকেটারের সঙ্গে এক সপ্তাহের ছুটি পেয়েছেন বাংলাদেশের কোচিং স্টাফদের সবাই। তাদের ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

চোটের জন্য বিশ্বকাপের মাঝপথে ছিটকে যাওয়া মো: সাইফউদ্দিন আগেই ফিরে আসেন। চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা সাকিব আল হাসান দুবাই থেকেই চলে গেছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান। মিরপুরে ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে তারা। এই সিরিজের জন্য ১২ নভেম্বর থেকে বাংলাদেশের অনুশীলন শুরু করার কথা রয়েছে।