চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিষ্প্রভ সাকিব, শান্তর ব্যাটে রাজশাহীর জয়

৪ ওভার হাত ঘুরিয়ে উইকেটের দেখা পেলেন না সাকিব আল হাসান। মাঝারি সংগ্রহ নিয়ে লড়াইও করতে পারল না জেমকন খুলনা। নাজমুল হোসেন শান্তর দারুণ ফিফটিতে মিনিস্টার গ্রুপ রাজশাহী পেল ৬ উইকেটের অনায়াস জয়।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রাজশাহী। খুলনার দেয়া ১৪৭ রানের লক্ষ্য তারা টপকে যায় ৪ উইকেট হারিয়ে, ১৬ বল আগেই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

খুলনা-১৪৬/৬ (২০ ওভার), রাজশাহী-১৪৭/৪ (১৭.২ ওভার)

অধিনায়ক শান্ত ৩৪ বলে খেলেন ৫৫ রানের দুর্দান্ত ইনিংস। বাঁহাতি ওপেনার মারেন ছয়টি চার ও তিনটি ছক্কা। রনি তালুকদার ২৬ ও ফজলে মাহমুদ রাব্বি করেন ২৪ রান।

মোহাম্মদ আশরাফুল ২৪ ও নুরুল হাসান সোহান ১০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন।

লেগ স্পিনার রিশাদ হোসেন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও শহিদুল ইসলাম।

মেঘলা দিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুল কায়েসের (০) উইকেট হারায় মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। তিনে নামা সাকিবও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ফিরে যান ১২ রান করে।

এনামুল হক বিজয় আউট হন উইকেটে থিতু হয়ে। ওপেনারের ব্যাট থেকে আসে ২৫ রান।

জহুরুল ইসলাম (১) ও অধিনায়ক মাহমুদউল্লাহ দ্রুত সাজঘরে ফিরলে ৫১ রানে ৫ উইকেট হারায় দলটি। প্রথম ম্যাচে শেষ ওভার ৪ ছক্কায় ম্যাচ জেতানো আরিফুল হক আজও করেছেন দারুণ ব্যাটিং। ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

শামিম পাটোয়ারি করেন ৩৫ রান। আরিফুলের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ৪৯ রান। শেষদিকে শহিদুল ইসলামের ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে দেড়শর কাছাকাছি সংগ্রহ গড়ে খুলনা।

মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন, মেহেদী হাসান ও আরাফাত সানি।