চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নির্বাচনে নিরাপত্তাকর্মী ৮০ হাজার, প্রস্তুত তিন ব্যাটেলিয়ন সেনা

তিন সিটি করপোরেশনের নির্বাচনে আইন-শৃংঙ্খলা বাহিনীর প্রায় ৮০ হাজার সদস্য দায়িত্ব পালন করবে। জরুরি প্রয়োজনে সেনানিবাসে সেনাবাহিনীও প্রস্তত আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।

আইন-শৃংখলা বাহিনীর ৮০ হাজার সদস্যের মধ্যে আছে র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ, বিজিবি, আনসার এবং ও কোস্ট গার্ড।

সেনানিবাসে প্রস্তুত থাকবে তিন ব্যাটেলিয়ান সেনা। প্রতি ব্যাটেলিয়ানে থাকবে সাতশ সেনা সদস্য।

মোট দুই হাজার সাতশ একটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৬০ হাজার সদস্য মোতায়েন থাকবে। বিজিবির তিন হাজার তিনশ সদস্যসহ ২০ হাজার নিরাপত্তাকর্মী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

প্রতিটি সাধারণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে ২০ জন।