চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে ইসিকে নৈতিক দায়িত্ব পালন করতে হবে: আকবর আলী খান

শুধু আইনগত দায়িত্ব পালন নয় নৈতিক দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান।

তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব একা ইসিকে নয় অর্ধেক দায় রাজনীতিবিদেরও নিতে হবে বলে মনে করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬ জুলাই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এই রোডম্যাপকে ঘিরে তৈরী হয়েছে আলোচনা সমালোচনা। নানা পরামর্শও আসছে বিভিন্ন মহল থেকে।

নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে ইসির ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রোডম্যাপ বাস্তবায়নে নানা পরামর্শ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।

নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে বড় দলগুলোকে এগিয়ে আসা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য তার।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভাসিটির অংশগ্রহণে আয়োজিত বিতর্কে বিজয়ী হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: