চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিরাপত্তা পরিষদে রাশিয়ার ‘নৃশংসতা’ তুলে ধরলেন জেলেনস্কি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে চালানো রাশিয়ার নৃশংসতার অভিযোগ তুলেছেন। 

তিনি অভিযোগ করে বলেছেন: রাশিয়ার সেনারা শুধুমাত্র আনন্দ করার জন্য বেসামরিক নাগরিকদের রাস্তায় গুলি করে হত্যা করেছে। কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমনকি ট্যাঙ্ক চালিয়ে পিষ্ট করে হত্যা করা হয়েছে।

তার এ দাবির সমর্থনে কিয়েভের কাছে বুচায়ের একটি ভিডিও চিত্র নিরাপত্তা পরিষদের সামনে তুলে ধরেন। যেখানে বেসামরিক মৃতদেহ রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে দেখা যায়।

জেলেনস্কি দাবি করে পুরো ইউক্রেনে রাশিয়ান সেনারা এমন নৃসংসতা করেছে।

যদিও নিরাপত্তা পরিষদে রাশিয়া প্রতিনিধি জেলেনস্কির এ দাবি অস্বীকার করে বুচায় মৃতদেহ দেখানো হয়েছে তা মিথ্যা দাবি করেন।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস রাশিয়ান শিপিং, ব্যাংক এবং সোনার উপর আরও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।