চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিম্নচাপের প্রভাবে সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে নৌ যান চলাচল বন্ধ রয়েছে। সেন্টমার্টিন দ্বীপে আটকে আছে শতাধিক পর্যটক। নিম্নচাপ নাডা আরো ঘনিভূত হয়ে ধীর গতিতে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে বলে আবহওয়া অফিস জানিয়েছে।

কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেওয়া ৩নং স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে আবহওয়া অধিদপ্তর। নিম্নচাপটির প্রভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার থেকে হালকা ও মাঝারী ধরণের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এটি আজ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় কোন ট্রলার সাগরে মাছ ধরতে যায়নি বলে জানিয়েছে কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক। সেই সাথে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে বলেও তিনি জানান।