চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিথর দেহে দেশে ফিরলেন মঈন উদ্দিন খান বাদল

বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ।

বিমানবন্দর থেকে গুলশানের আজাদ মসজিদ হয়ে তাকে বসুন্ধরার বাসভবনে নিয়ে যাওয়া হবে। পরে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে মঈন উদ্দিন খান বাদলের মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে।

এর আগে বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মঈন উদ্দিন খান বাদল।

গত ১৮ অক্টোবর থেকে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মঈন উদ্দিন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রখ্যাত এই রাজনীতিবিদ তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।