চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিজ বাসভবনে খালেদা জিয়া

দীর্ঘ ২ বছর ১ মাস ১৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে গুলশানের নিজ বাসভবনে উঠলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া পেয়ে গুলশানের উদ্দেশে যাত্রা করেন তিনি। এসময় তার সঙ্গে যোগ হয় নেতাকর্মীদের বিশাল গাড়িবহর। নেতাকর্মীদের মিছিল-স্লোগানে সৃষ্টি হয়েছে যানজট।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ছোট ভাই শামীম ইস্কান্দার, যার জিম্মাতেই মুক্তি দেওয়া হয়েছে তাকে। তার প্রাইভেট কারে চড়েই নিজ বাসভবনে যান তিনি।

গত বছরের এপ্রিল থেকে কারাবন্দি খালেদা জিয়া বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

দুর্নীতির অভিযোগের দুই মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মানবিক কারণ দেখিয়ে কারামুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন: খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সিআরপিসি’র ৪০১ (১) ধারাবলে তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‘বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে সকলের অভিন্ন শত্রু করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগি হবে বলে আশা করি। বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সংকটকালে সকল নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানো অভিন্ন পথ বেছে নেয়ার আহ্বান জানাচ্ছি।’

মূলত ৬ মাসের সাজা স্থগিত করা হয়েছে খালেদা জিয়ার। তার জন্য শর্ত হলো, তিনি বিদেশ যেতে পারবেন না এবং তাকে বাড়িতেই অবস্থান করতে হবে। তিনি জনসমক্ষে কথা বলার সুযোগ পাবেন না।