চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিজের রেকর্ডই ভাঙলেন সাকিব

এক আসরে সর্বোচ্চ উইকেট

১২তম ওভারের শেষ বলটি এনামুল হক বিজয়ের প্যাডে লাগিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন না। উল্লসিতভাবে আঙুল নেড়ে নিজেই যেন জানিয়ে দিলেন ‘রেকর্ড হয়ে গেছে’! পরে আম্পায়ারও আঙুল তুলে জানিয়ে দিলেন এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া উইকেটটি পেয়ে গেছেন সাকিব আল হাসান।

ফাইনালের আগে রেকর্ড থেকে এক উইকেট দূরে ছিলেন সাকিব। এনামুলকে ফেরানোর পরে নামের পাশে যোগ হয়ে গেছে ২৩ উইকেট। তাতে নিজের রেকর্ডই ভেঙেছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। গত আসরে ২২ উইকেট নিয়ে সেবারের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব। সেটাই ছিল বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার শীর্ষ তালিকায়।

চলতি আসরে সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ, রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও ঢাকায় সাকিবের সতীর্থ পেসার রুবেল হোসেন ২২ উইকেট নিয়ে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। সাকিব আবারও সেটা নিজের করে নিলেন ফাইনালের মঞ্চে।

এবার ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন সাকিব। তাসকিন, মাশরাফী, রুবেলরা একধাপ পেছনে পড়ে থাকলেন।

মাশরাফী-তাসকিন-রুবেলের থেকে আরেক জায়গায় অনন্য সাকিব। তিনি যে ব্যাটে-বলে জ্বলেছেন। সর্বোচ্চ উইকেট, সঙ্গে ১৫ ম্যাচে ২৯৮ রান করে টুর্নামেন্ট সেরার লড়াইয়ে নিজেকে সবার ওপরেই রেখেছেন ঢাকার কাপ্তান।