চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিজের গল্পকে বাঁচাতে নির্মাণে ইশতিয়াক!

বুধবার দুপুর ৩টায় চ্যানেল আইয়ে দেখানো হবে ইশতিয়াক আহমেদের টেলিফিল্ম ‘রংমিস্ত্রী’

এ প্রজন্মের সুপরিচিত লেখক ইশতিয়াক আহমেদ। গল্প, উপন্যাস, গান লেখার বাইরে নাটক-টেলিফিল্ম পরিচালনা করছেন। সম্প্রতি তিনি বানিয়েছেন নতুন টেলিফিল্ম ‘রংমিস্ত্রী’। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা আবদুন নূর সজল ও সারিকা।

এর আগে ‘বিয়ে বিষয়ক জটিলতা’, ‘পরাজয়পর্ব’, ‘ডাকাত’, ‘সাক্ষীমানব’ এবং সর্বশেষ ‘কিশোর গ্যাং’ ওয়েব ফিল্ম পরিচালনা করেন ইশতিয়াক আহমেদ। এবার তিনি বানালেন ‘রংমিস্ত্রী’।

লেখক থেকে পরিচালনায় আসার কারণ জানিয়ে ইশতিয়াক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, পরিচালনায় এসেছি নিজের গল্পকে বাঁচাতে, নিজের গল্পগুলোকেই নিজের মতো করে বলার চেষ্টা থেকে। আগে চিত্রনাট্য লিখতাম। কিন্তু এদেশে চিত্রনাট্যকারদের মূল্য কম এবং বেশীরভাগ পরিচালকরা অবহেলা করেন। পরিচালনায় মাধ্যমে যতটুকু পারি নিজের গল্প নিজে বলি।

‘রংমিস্ত্রী’ টেলিছবির একটি দৃশ্যে সজল

পরিচালনায় অভিজ্ঞতা জানিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, গোছানো টিম থাকলে কাজটি সহজ হয়ে যায়। তবে সবকিছু সমন্বয় করে কাজটা দর্শকদের সামনে তুলে আনা কিছুটা কঠিনই। যে কাজটি করি মন দিয়ে করার চেষ্টা করি। এখানেও তাই করছি।

পরিচালনায় পাশাপাশি ‘রংমিস্ত্রী’র চিত্রনাট্য ইশতিয়াক আহমেদের। গল্পের ধারণা দিয়ে তিনি জানান, সজলের সঙ্গে বনেদী পরিবারের মেয়ে সারিকার ঘটনাক্রমে সখ্যতা হয়। ঘটতে থাকে একের পর এক ঘটনা। শেষটা হয় অপ্রত্যাশিত পরিণতির মাধ্যমে।

‘রংমিস্ত্রী’ টেলিছবির একটি দৃশ্যে সারিকা…

‘রংমিস্ত্রী’ নাটক প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, জীবন খুব ছোট। এখানে কিছু বদলাতে সময় লাগে না। সব শ্রেণির মানুষের ক্ষেত্রে এটা সত্য। এবার আমি সেই সত্যাটা একজন রং মিস্ত্রীর জীবন থেকে দেখাতে চেয়েছি। আমার গল্পগুলোতে বলার চেষ্টা থাকে জীবন চিন্তার চেয়ে বিস্ময়কর। এখানেও তাই।

ইতোমধ্যে ‘রংমিস্ত্রী’র শুটিং শেষ হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মন, সৈকত ইসলাম, আরাবী মাহমুদ নোমান প্রমুখ।

নির্মাতা ইশতিয়াক আহমেদ জানান, বুধবার ২৭ অক্টোবর দুপুর ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় টেলিফিল্মটি প্রচারিত হবে।