চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিজেদের অস্তিত্ব ফেরাতে বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ

নিজেদের অস্তিত্বকে আবারো তুলে ধরার চেষ্টায় রোববার ব্রিগেড সমাবেশ করেছে ভারতের বামফ্রন্ট। দলে দলে কর্মী-সমর্থকরা হাজির হয়েছে ব্রিগেডে। মিছিল করে শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা এসে যোগ দিয়েছেন ওই সমাবেশে।

তবে জানা গেছে এই ব্রিগেডে একটি হেলিকপ্টারকে প্রবেশাধিকার দেয়নি মমতা ব্যানার্জির সরকার। সেই হেলিকপ্টারে উত্তর প্রদেশে তার প্রতিদ্বন্দ্বী যোগী আদিত্যনাথ ছিলেন। কলকাতা থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে উত্তরবঙ্গের বালুরঘাটে র‌্যালিতে অংশ নেওয়ার কথা ছিলো তার।

যোগী আদিত্যনাথের অফিস থেকে বলা হয়, আগের কোনো নোটিশ ছাড়াই প্রবেশের অনুমতি স্থগিত করা হয়।

নিউজ এজেন্সি এএনআইকে মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তথ্য উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার বলেন, এটাই ইউপি মূখ্যমন্ত্রীর জনপ্রিয়তার ফল যে মমতা ব্যানার্জি তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণও করতে দিলেন না।

ব্রিগেড সমাবেশ শেষে ‘গণতন্ত্র বাঁচাও’ র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। জনগণের দাবিদাওয়া তুলে ধরার জন্য এ বার প্রথম ব্রিগেডে বক্তা রাখা হয় সিপিএমের দেবলীনা হেমব্রমকে। আবার সংখ্যালঘুদের কাছে পৌঁছতে বক্তা হিসেবে ছিলেন মুহম্মদ সেলিম। সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।