চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিজামীর রিভিউ: দ্রুত শুনানি চায় রাষ্ট্রপক্ষ

মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর আবেদনের দ্রুত শুনানি চাইবে রাষ্ট্রপক্ষ।

রিভিউয়ে আগের দণ্ডাদেশই বহাল থাকার আশা
প্রকাশ করে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ বলেছে, আবেদনটির দ্রুত শুনানির জন্য বুধবার আবেদন
করবেন তারা।

গত ১৫ মার্চ নিজামীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। ওই দিনই ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যু পরোয়ানা পাঠানো হয় কারাগারে। পরের দিন তা পড়ে শুনানো হয় কাশিমপুর কারাগারে থাকা নিজামীকে। 

আইন অনুযায়ী রিভিউ আবেদনের শেষ সময় ৩০ মার্চ। তবে একদিন আগে করা ৭০ পৃষ্ঠার আবেদনে ৪৬টি কারণ দেখিয়ে রায় নিজামীর পক্ষে পুনর্বিবেচনা চাওয়া হয়েছে।

অবশ্য নিজামীর মতো মানবতাবিরোধী অপরাধী কেনো খালাস পেতে পারেন না, সে বিষয়েও যুক্তিসহ ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপক্ষ।

জামায়াতের এ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে চলতি বছরের ৬ জানুয়ারি রায় দেন আপিল বিভাগ। এর আড়াই মাসের মাথায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

একশ ৫৩ পাতার ওই রায়ে গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তিন অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার কারণ ব্যাখ্যা করেছেন আপিল বিভাগ।