চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড দলে স্টোকস

আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে বারবার বিতর্কে জড়ানো ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসকে। বৃহস্পতিবার ঘোষিত ১৬ সদস্যের টেস্ট দলে ঠাই পান ইংলিশ ব্যাডবয়! প্রথমবারের মত টেস্ট দলে নাম উঠেছে ল্যাঙ্কাশায়ার ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজই মিস করেছেন স্টোকস। নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে দল থেকে বাদ পড়েন। সিরিজে ৪-০তে বিধ্বস্ত হয় ইংলিশরা। পাঁচ ম্যাচের সিরিজে দুটিতে ইনিংস ব্যবধানে এবং একটিতে ১০ উইকেটে হারে তারা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইনজুরি সেরে দলে ফিরেছেন পেসার মার্ক উড। দলে আছেন অ্যাশেজে বাজে পারফর্ম করা মঈন আলী, জেমস ভিন্স ও মার্ক স্টোনম্যান। তবে বাদ পড়তে হয়েছে অ্যাশেজ খেলা গ্যারি ব্যালান্স, জ্যাক বল ও টম কিউরানকে।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। যার প্রথমটি শুরু ২২ মার্চ, অকল্যান্ডে।

ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্যানি, বেন ফোয়াকিস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, ক্রিস ওকস এবং মার্ক উড।