চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে পাকিস্তানও বিপাকে

কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসের ৭২ রানের জুটির পরও শেষের ধসে প্রথম ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে কিউইরা তাদের শেষ সাত উইকেট হারায় ৪২ রানে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে দিয়ে স্বস্তিতে নেই পাকিস্তানও। প্রথম দিনের শেষ বিকেলে বিদায় নিয়েছে তাদের দুই ওপেনার। দলটি (৫৯/২) দ্বিতীয় দিন শুরু করবে আট উইকেট হাতে রেখে, ৯৪ রানে পিছিয়ে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস, হাসান আলী, এবং হারিস সোহেল দুটি করে উইকেট নিয়েছেন। তিন উইকেট ইয়াসির শাহর।

হাসান আলীর দুটি উইকেট ম্যাচে দারুণ প্রভাব ফেলেছে। প্রায় ‘নির্ভুল’ ব্যাটিং করতে থাকা কেন উইলিয়ামসনকে পঞ্চাশতম ওভারে ফিরিয়ে দেন। ১১২ বলে ৬৩ করেন তিনি। ঠিক পরের বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে ‘গোল্ডেন ডাকে’র মুখোমুখি করান। প্রথম বলেই এলবিডব্লিউর শিকার হন তিনি।

গ্র্যান্ডহোম ফিরে গেলে আর কেউ দাঁড়াতেই পারেননি। ডাবল ফিগারে পৌছাতে পেরেছেন ওয়াটলিং (১০) এবং ওয়াগনার (১২)। হারিস সোহেলের দুই উইকেটও পাকিস্তানকে বেশ এগিয়ে দেয়। আট ওভারে ১১ রান নিয়ে দুইজনকে ফেরান তিনি।