চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

না খেয়ে মৃত্যু বৈধ

ভারতে জৈন ধর্মের অনুসারিদের অনশনের মধ্যে দিয়ে মৃত্যুকে বেছে নেওয়ার যে রীতি বা ‘সান্তারা’ প্রচলিত আছে, দেশের সুপ্রিম কোর্ট তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

সব ধরনের খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে স্বেচ্ছায় ধীরে ধীরে মৃত্যুর পথ বেছে নেওয়ার নামই সান্তারা – ভারতের জৈন সমাজের মধ্যে যে রীতি এখনো প্রচলিত।

এর আগে রাজস্থান হাইকোর্ট তাদের এক রায়ে বলেছিলো সান্তারা আত্মহত্যারই সামিল – কাজেই তা বেআইনি। সারা দেশ জুড়ে জৈনরা এই রায়ের বিরুদ্ধে গত বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন । সোমবার শীর্ষ আদালতের রায়ে তারা স্বস্তি পেয়েছেন।

কিন্তু এ মাসেই রাজস্থান হাইকোর্ট একটি মামলার সূত্র ধরে রায় দিয়েছিলো, এই ধরনের আমৃত্যু অনশনের মধ্যে কোনও মর্যাদা নেই এবং ভারতীয় সংবিধানের ২১ ধারা অনুযায়ী যে জীবনের অধিকার দেওয়া হয়েছে, সান্তারা তারও পরিপন্থী।

তবে গত দু-তিনসপ্তাহ ধরেই এই রায়ের বিরুদ্ধে সারা দেশের জৈন সমাজ রাস্তায় নেমে প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। জয়পুর থেকে ইন্দোর, আওরঙ্গাবাদ থেকে সেকেন্দ্রাবাদ যেখানেই জৈনরা বেশি সংখ্যায় আছেন, সেখানেই দেখা গেছে তীব্র আন্দোলন।