চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘নায়করাজ’ নামে সড়কের দাবি

নায়করাজ রাজ্জাকের নামে বিএফডিসি’র সামনের সড়কের নামকরণের দাবি জানিয়েছে চলচ্চিত্রের নবগঠিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। সোমবার দুপুরে নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই দাবির কথা জানান বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সভাপতি নাসির উদ্দিন দিলু। তিনি বলেন, ‘এফডিসিতে নায়ক জসিমের নামে ফ্লোর আছে, মান্নার নামে ফ্লোর আছে। উত্তম কুমারের নামে সড়কের নামকরণ করা হয়েছে ভারতের কলকাতায়। বাংলাদেশের চলচ্চিত্রে রাজ্জাকের যে অবদান, তাঁকে নিয়ে অনেক কিছু করা উচিত। আমরা দাবি জানাচ্ছি এফডিসির সামনের সড়কটির নামকরণ যেন নায়করাজের নামে করা হয়।’

সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চলচ্চিত্র ফোরামের নেতৃবৃন্দ

আর কোন দাবি ছিলো কি না জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘আমরা এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসেছি। এটা কোন দাবির অনুষ্ঠান ছিলো না। আর আমরা একটা ছোট্ট রিকুয়েস্ট করেছি যে ১০০টা হল যেন দ্রুত ডিজিটাল করা হয়। আর এফডিসিতে আরো দুটো নতুন ক্যামেরা যেন আনা হয়।’

বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের নেতারা জানান হোটেল সোনারগাঁও মোড় থেকে হাতিরঝিল মোড় পর্যন্ত সড়কটি নায়করাজ রাজ্জাকের নামে নামকরণের জন্য চলচ্চিত্র ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হবে । আরও উপস্থিত ছিলেন নাদের চৌধুরী, মোহাম্মদ হোসেন,  মোহাম্মদ ইকবাল, কমল সরকার প্রমুখ।

বিস্তারিত দেখুন ভিডিওতে: