চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারী পাইলটকে থাপ্পর, জেট এয়ারের দুই পাইলট বরখাস্ত

উড়ন্ত ফ্লাইটে গোলমাল সৃষ্টির দায়ে জেট এয়ারওয়েজের উর্ধ্বতন দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। পরে বিতণ্ডায় জড়ানো দুই পাইলটকেই বরখাস্ত করা হয় বলে কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে এনডিটিভি জানায়, গত ১ জানুয়ারি জেট এয়ারের লন্ডন থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটের ককপিটে বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাইলট ও তার সহকারী এক নারী পাইলট। এক পর্যায়ে পাইলট ওই নারীকে থাপ্পর মেরে বসেন। সেসময় সহকারী নারী পাইলট কাদঁতে কাঁদতে ককপিট ছেড়ে বাইরে চলে আসেন।

এরপর পাইলট নারী পাইলটকে ভিতরে আসতে বললে তিনি আসেন না। পাইলট অন্য ক্রুদের মাধ্যমে তাকে ভিতরে আসতে বললেও তিনি আসেন না। একপর্যায়ে পাইলট নিজেই প্লেন অটোমুডে রেখে ককপিট ছেড়ে বেরিয়ে আসেন এবং আবরো দুজন বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এমনকি প্লেনটি অবতরণ করার পরও তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এ ঘটনার প্রেক্ষিতে সিভিল এভিয়েশনের(ডিজিসিএ) মহাপরিচালক ওই পাইলটের লাইসেন্স বাতিল করেন। তিনি বলেন, ফ্লাইটটিতে ৩২৪জন যাত্রী ছিলেন। এ ঘটনা সম্পূর্ণভাবে নিরাপত্তার মানদণ্ড লঙ্ঘন।

এছাড়া ঘটনার তদন্তে সিভিল এভিয়েশন মন্ত্রী অশোক গাজাপতি রাজু লোকসভায় জানিয়েছেন।

ঘটনার একদিন পর জেট এয়ারের একজন মুখপাত্র জানান, ঘটনাটি মূলত ভুলবোঝাবুঝি ছিল। বিষয়টি মিটমাট করা হয়েছে। যাত্রীরাও নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করেছেন। যদি ওই নারী পাইলট কোন আইনি পদক্ষেপ নিতে চান তাহলে আমরা সহযোগিতা করবো।

তিনি আরো বলেন, বিতণ্ডায় জড়ানো পাইলটদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে কথিত আছে।