চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জলন ও শপথ

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালনে ৮ই মার্চ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এসময় ঘরে-বাইরে নারী নির্যাতন বন্ধ ও সমান অধিকারের শপথ নেন তারা।

সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার, সমমর্যাদা ও সমঅংশীদারত্ব নিশ্চিত করার পাশাপাশি নারীর জন্য প্রতিটি স্থান নিরাপদ করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন কয়েকশত নারী পুরুষ।

গান কবিতা নাচ ও বক্তৃতায় উঠে আসে নারী জাগরণের আহ্বান। সবাই সচেতন ও সোচ্চার হলেই নারীর সম্মানজনক সহাবস্থান নিশ্চিত হবে বলে মনে করেন বিশিষ্টজনরা।

আঁধার ভাঙার প্রত্যয় নিয়ে ৮ মার্চ প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জলন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শপথ নেন তারা।