চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারীদের নৌকা বাইচ

গতানুগতিক নৌকা বাইচের চেয়ে এবারের প্রতিযোগিতাটি একটু ব্যতিক্রমই ছিলো। কেননা এবারের প্রতিযোগিতাটি ছিলো শুধুমাত্র নারী মাঝিদের জন্য।

নড়াইলের সদর উপজেলার হাতিয়ারা গ্রামের নারীরাই বুধবার বিকেলে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করে। নড়াইলের কাজলা নদীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চারটি নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে ওই গ্রামের শিখা মুখার্জীর নৌকা, দ্বিতীয় হয়েছে শ্যামলী পোদ্দারের নৌকা এবং তৃতীয় হয়েছে পুতুল মজুমদারের নৌকা।

বিজয়ীদের মাঝে যথাক্রমে চার হাজার, আড়াই হাজার ও দেড় হাজার টাকা পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রায়হান কাওছার ও সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন। 

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাখো দর্শক আকর্ষণীয় এই প্রতিযোগিতা উপভোগ করেন।