চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারায়ণগঞ্জ নির্বাচন হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের রোল মডেল

অস্থির রাজনৈতিক সময় পার হয়ে এসেছে বাংলাদেশ। জাতীয় রাজনীতিতে বর্তমানে নেই কোনো অস্থিরতা। এর মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আওয়ামী লীগের নিজেদের দ্বন্দ্ব ছাড়াও নারায়ণগঞ্জের রাজনীতি কখনো সুস্থির ছিলোনা।তাই এই নির্বাচন নিয়ে ছিলো ব্যাপক শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা ছিলো সব মহলে। সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিলো এই নির্বাচন, যা খুব ভালোভাবেই উৎরে গেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন অর্জন করেছে বিশ্বাসযোগ্যতা। নির্বাচন নিয়ে বিগত সময়গুলোতে আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিলোনা। উৎসবমূখর দলীয় প্রচার প্রচারণা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সব কিছুই বিদ্যমান ছিলো এই নির্বাচনে। প্রধান দুটি দলের আচরণে মনে হয়েছে এ যাবৎ কালের সবচেয়ে সহনশীল প্রচারণায় তারা এই নির্বাচনকে এক নতুন  মাত্রা এনে দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে কোনো হঠকারি আচরণ দেখা যায়নি। তারা এবার যথেষ্টে ইতিবাচক মানসিকতা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনের দিনও বিএনপি প্রার্থী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। প্রশাসনের ভূমিকাও ছিলো প্রশংসনীয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো নির্বাচন ঘিরে, যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির প্রার্থীসহ তাদের দলের আচরণ ছিলো প্রশংসনীয়, এটাই এই নির্বাচনের সব থেকে বড় অর্জন। বিএনপির জন্য এই নির্বাচন থেকে বড় শিক্ষা, জনগণের নিকটে যেতে হলে জনগণের মূল চাওয়াটা বুঝতে হবে। এরই ধারাবহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি হয়তো তারা নেবেন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের বড় অর্জন ঐক্য এবং সরকারি প্রভাবমুক্ত নির্বাচনেও জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয়া। এই নির্বাচনের আরেকটি দিক, প্রধানমন্ত্রী বিচক্ষণতার পরিচয় দিয়েছেন প্রার্থী বাছাই করার ক্ষেত্রে। দলীয় কোন্দলের মাঝখানে যেখানে সবাই শঙ্কায় ছিলো, সেখানে তিনি এক অনন্য উচ্চতার পরিচয় দিয়ে জাতির নিকট আরো গ্রহণযোগ্য নেতা হয়ে উঠেছেন। নির্বাচনের রাজনীতিতে যে সাধারণ কিছু অভিযোগ থাকে তা নির্বাচনকে আরো বর্ণিল করে তোলে। সমগ্র দেশবাসীর সঙ্গে সঙ্গে আমাদের আশা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সব দিক দিয়ে হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোল মডেল।