চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারায়ণগঞ্জে লকডাউন উপেক্ষা করে মানুষের অবাধ চলাচল

লকডাউনের পঞ্চম দিনে বরাবরের মতো নারায়ণগঞ্জে সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ থাকলেও গণমানুষের চলাচল থেমে নেই। বাস, ট্রেন, লঞ্চসহ গণপরিবহনগুলো বন্ধ থাকলেও মানুষ প্রয়োজনের তাগিদে ট্রাক, পিকআপ ভ্যান ও অন্যান্য ছোট যানবাহনের মাধ্যমে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। 

লকডাউন উপেক্ষা করেই মানুষ নানা অজুহাতে পথে-ঘাটে অবাধে চলাচল করছেন। বিনা প্রয়োজনেও মানুষ বাইরে বেড় হচ্ছে। নগরীর চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে স্বাভাবিক দিনের মতোই ব্যস্ততা রয়েছে।

পোশাক কারখানাগুলো খোলা থাকায় প্রতিদিন হাজার হাজার শ্রমিক গাদাগাদি করে নৌকায় ও ট্রলারে চড়ে শীতলক্ষ্যা নদী পারাপার হচ্ছেন। লকডাউন বাস্তবায়নে পুলিশ ও জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকার কথা বললেও চেকপোস্টগুলোর অবস্থা ঢিলেঢালা।

যে কারণে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাস্ক ব্যবহার কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও দেখা যাচ্ছে উদাসীনতা। ফলে জেলায় করোনা সংক্রমণের হার আবারও বেড়ে গেছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ট্রাফিক সার্জেন্ট সুজন কর্মকার।