চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিপিয়ারিং ওয়ার্কশপের বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত দশটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বটতলা এলাকার আলীরাজ রিপিয়ারিং ওয়ার্কশপে হঠাৎই বয়লার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শ্রমিকের। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেক জন।

স্থানীয় কয়েকজন জানান, এইখানে কি ব্যবসা হয়, গোপনে তালা দিয়া কি করে-না করে আমরা এগুলো জানিনা। এর আগেও কয়েকদিন আগেই বিস্ফোরণ হইছে একবার। সেসময় কয়েকজন আহত হয়েছিলো।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুই জনের লাশ উদ্ধার করে। ডেমরা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক বজলুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে আগুন জ্বলছে। আমরা ভেতরে ঢুকে আগুন নিভিয়েছি। এখন কোন সমস্যা নেই।

বিস্ফোরণে আহতদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একজনকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশ।

সোনারগাঁও থানার এস আই মো: মাকসুদ বলেন, বয়লারে বিস্ফোরণের ঘটনা শুনে আমরা আসছি। ঘটনাস্থলেই দুইজন মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক হাবিবুর রহমান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।