চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারায়ণগঞ্জের ৪ আ. লীগ সমর্থককে হত্যা মামলার রায় ১৭ মে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মামলায় ১৯ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত আগামী ১৭ মে এই মামলার রায়ের দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোসাম্মৎ কামরুন নাহার রায়ের দিন ধার্য করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জাসমিন আহম্মেদ বলেন, ২০০২ সালের ১২ মার্চ সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ১৯ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই মামলা মোট আসামী ছিল ২৩ জন। এর মধ্যে ৪ আসামী পলাতক রয়েছে। আদালত আগামী ১৭ মে রায়ের তারিখ ধার্য করেছেন। অন্যদিকে বাদিপক্ষের আইনজীবি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।