চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’

১৯ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সিনেস্কোপে চলবে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’

বাঙালির জীবনে ফেব্রুয়ারি আছে বিরাট জায়গা নিয়ে। এই মাসকে বলা হয় বাঙালির প্রাণের মাস। ২০১৯ সালের এই মাসেই বড় পর্দায় মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। বছর ঘুরে আবারও এলো ফেব্রুয়ারি। আর এই মাসে আবারও বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি মুক্তি পাচ্ছে নারায়ণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সীমিত আসনের আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’-এ। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সিনেস্কোপ-এর প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান।

বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, ভাষার মাস উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাচ্ছে আমাদের সিনেস্কোপে। যারা বড় পর্দায় ছবিটি আবারও দেখতে চান, সিনেস্কোপে তাদের আমন্ত্রণ।

তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি থেকে ছবিটি চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন শো চলবে চারটি করে। সকাল ১১টা, দুপুর আড়াইটা, বিকেল সাড়ে ৫ টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় চলবে শোগুলো।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘ফাগুন হাওয়ায়’। মুক্তির পর সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা।

এছাড়াও ছবিতে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেককে।