চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারায়ণগঞ্জের জিন্দা পার্ক যেভাবে পাখির অভয়ারণ্য

পাখি ও ক্ষুদ্র বন্যপ্রাণীর জন্য অভয়ারণ্য সৃষ্টি করতে প্রতিবছর নারায়ণগঞ্জের জিন্দা পার্কে গাছের সংখ্যা বাড়ানো হচ্ছে। ঢাকার খুব কাছে প্রাকৃতিক সৌন্দর্যময় এই পার্কে এখন ২৫ হাজার গাছ আছে। ছায়াশীতল এই পার্কে পাখির কিচির-মিচিরে মুগ্ধ হন পর্যটকরা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা এলাকায় ১৯৮০ সালে এই পার্কটি গড়ে তোলে অগ্রপথিক পল্লী সমিতি। আশপাশের নিভৃত গাঁয়ের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা এই সমিতির সদস্য।

ঢাকার খুব কাছে পূর্বাচল আবাসন প্রকল্পের সঙ্গে লাগোয়া এই পার্কটির আয়তন একশ’ বিঘারও বেশি। নানান প্রজাতির অন্তত ২৫ হাজার গাছ এই পার্কের প্রাকৃতিক রূপ বাড়িয়ে দিয়েছে। পুকুর ও লেক থাকায় সৃষ্টি হয়েছে অপরূপ পরিবেশ। অভয়ারণ্য সৃষ্টি হয়েছে পাখি ও ক্ষুদ্র বন্যপ্রাণীর।

পার্কের প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধ পরিকর এর পরিচালনা পর্ষদ। পাখ-পাখালীকে বিরক্ত করা কিংবা গাছ-পালার ক্ষতি না করতে সচেতন করা হয় পর্যটকদের। এছাড়া সমিতির সদস্যরাই এই পার্কের গাছ-পালার পরিচর্যা করেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে :