চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোহাম্মদ ইলিয়াস কাঞ্চনকে চেনেন না ইলিয়াস কাঞ্চন!

নাম ঠিকঠাক না থাকায় আদালতের সমন ফিরিয়ে দিলেন আসন্ন শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে উপলক্ষ্য করে বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালত থেকে নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর একটি সমন আসে। কিন্তু তাতে নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি বরেণ্য এই অভিনেতা।

শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পী সমিতির নির্বাচন। আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শিল্পী সমিতি নিয়ে নানা রকম শোরগোল শোনা যাচ্ছে। অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে অনেকের সদস্যপদ বাতিল করা হয়েছে।

সেই প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর, প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর ‘নির্বাচন কেন স্থগিত করা হবে না’-এই মর্মে কারণ দর্শানোর উকিল নোটিশ পাঠানো হয়েছিলো।

অভিনেতা মো. সোহেল খান ও মোহাম্মদ হোসাইন লিটনের পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সাইফুর রহমান এই নোটিশ পাঠান। নোটিশ গ্রহণ করেননি তিন বিবাদী প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।