চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাফ নদী থেকে রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে জলসীমার শূন্যরেখা অতিক্রমের সময় ১১ রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

এদের মধ্যে ৫ জন শিশু, ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে বিজিবির সংশ্লিষ্টরা।

সোমবার রাত সোয়া ১১ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শরীফুল ইসলাম জোয়ার্দ্দার।

মেজর শরীফুল বলেন: সোমবার রাতে টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকাকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়।

এরপরও রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করতে চাইলে বিজিবির সদস্যরা ফিরিয়ে দেয়। নৌকায় করে শিশু, নারী ও পুরুষসহ মিয়ানমারের ১১ জন রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল।

সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশরোধ সহ যে কোন অপরাধ দমনে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান মেজর শরীফুল।