চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নাটোর-২ আসনে নৌকা প্রতীক চান ‘সর্বকনিষ্ঠ প্রার্থী’ বুলবুল

নাটোর-২ আসনে নৌকা প্রতীক চান এস এম জাকারিয়া বুলবুল। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি নেয়া বুলবুল সম্ভবত আওয়ামী লীগের এবারের সর্বকনিষ্ঠ প্রার্থী- এমন ধারণা দলের নেতাদের।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে পরের দিন জমা দিয়েছেন তিনি।

বুলবুল বর্তমানে নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’তে (বাউয়েট) শিক্ষকতা করছেন। এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জাকারিয়া বুলবুল ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলেও তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আওয়ামী পরিবারের সন্তান বুলবুলের বাবা লুৎফর রহমান নাটোর পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য। বুলবুল বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন অনেক আগে থেকেই। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার সময় প্রতিপক্ষের হাতে নির্যাতনের শিকার হন বেশ কয়েকবার।

বুলবুল বলেন, এলাকার উন্নয়নে নৌকার প্রতীকে নির্বাচন করতে চাই। নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছি। প্রধানমন্ত্রী তরুণ নেতা হিসেবে আমাকে মনোনয়ন দেবেন বলে আশা করি।