চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাঈম শেখের অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে টাইগারদের বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাঈম শেখের।

ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। সঙ্গে স্পিনার হিসেবে আছেন আমিনুল ইসলাম বিপ্লব।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বায়ুদূষণের ভয়াবহ উদ্বেগের মধ্যেই প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুদল। রাতের ম্যাচে শিশির ফ্যাক্টরের কথা চিন্তা করে টস জিতে বল নিতে দ্বিতীয়বার ভাবেননি সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান নাঈম শেখের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সবশেষ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে জেতা ওয়ানডে সিরিজেও দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন নাঈম।

স্কোয়াডে তিন পেসার মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম। বিশেষজ্ঞ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। স্পিনে তাকে সঙ্গ দেবেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও আফিফ হোসেন।