চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নর্থ কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

নর্থ কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধে আগামীকাল জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও নর্থ কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে ওই বৈঠক আহ্বান করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন আশা করছে, পিয়ংইয়ং তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসবে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অমনোযোগী ও লক্ষ্যভ্রষ্ট বৃদ্ধ বলেছে পিয়ংইয়ং।

সোমবার কোরিয়ান ওয়ার্কার্স পার্টির ভাইস-চেয়ারম্যান রি সু ইয়ং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, কঠোর পরিণতি এড়াতে মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয়বার চিন্তা করা প্রয়োজন।