চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাপ হ্যাক করা হয়েছে। সোমবার টুইটারের পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে।

টুইটার জানিয়েছে তারা বিপদে থাকা অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পদক্ষেপ নিয়েছে এবং এই বিষয়ে সক্রিয় তদন্ত চলছে।

অ্যাকাউন্টটি নরেন্দ্রমোদি_ইন এই ইমেইল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।

টুইটারের এক মুখপাত্র বলেন, আমরা এসব ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতন এবং বিপদগ্রস্ত অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নিয়েছি। আমরা সক্রিয়ভাবে পরিস্থিতি তদন্ত করছি। এই সময়ে অতিরিক্ত অ্যাকাউন্টগুলির উপর প্রভাব হওয়ার বিষয়ে আমরা ভাবছি না।

এর আগে গত জুলাইতে বিশ্বের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে এই ঘটনা ঘটলো।

তবে এই হ্যাকিংয়ের প্রভাব নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের উপর পড়েনি, সেখানে তার ৬১ মিলিয়ন ফলোয়ার। জুলাইতে হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং বিলিয়নিয়ার এলন মাস্ক, কেনি ওয়েস্টসহ আরো অনেকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে। টুইট করে এসব সেলিব্রেটিদের ফলোয়ারদের কাছ থেকে অর্থ সহায়তা চাওয়া হয়।