চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন বছরেও পুরনো লাবুশেন

শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথমদিনে বড় সংগ্রহের ভিত পেয়েছে অস্ট্রেলিয়া। গত বছরের উড়ন্ত ফর্ম নতুন বছরেও টেনে অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের স্বস্তি দিয়েছেন মার্নাস লাবুশেন।

সিডনিতে শুক্রবার প্রথমদিনে ৩ উইকেটে ২৮৩ রান তুলে শেষ করেছে অস্ট্রেলিয়া। লাবুশেন ১৩০ রানে অপরাজিত আছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শুরুটা ভালোই ছিল অজিদের। জো বার্নসকে (১৮) নিয়ে উদ্বোধনীতে ৩৯ তোলেন ডেভিড ওয়ার্নার। পরে লাবুশেনের সঙ্গে ৫৬ যোগ করে ভিত মজবুত করেন। অবশ্য ফিফটি ছোঁয়া হয়নি ওয়ার্নারের। বাঁহাতি ওপেনার ফিরেছেন ৪৫ করে, ওয়াগনারের বলে গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে।

পরের গল্পটা স্টিভেন স্মিথ ও লাবুশেনময়। জুটিতে দুজনে এনেছেন ১৫৬ রান। ফিফটি ছুঁয়ে ফিরেছেন স্মিথ। গ্র্যান্ডহোমের বলে যখন টেলরের তালুবন্দী হন, ডানহাতি টপঅর্ডারের নামের পাশে ৬৩ রানের ঝলমলে ইনিংস।

স্মিথ ফেরার আগেই শতক ছুঁয়েছেন লাবুশেন। ক্যারিয়ারের ১৪তম টেস্ট খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। ২৫ বছরের ডানহাতি ব্যাটসম্যান ১৩০ রানে অপরাজিত আছেন, ১২ চার ও এক ছক্কায় ২১০ বলের ইনিংস।

লাবুশেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটিতে দিন শেষ করা ম্যাথু ওয়েড ২২ রানে দ্বিতীয় দিনে সংগ্রহ বাড়াতে নামবেন।