চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন প্রস্তাব চেয়েছে ইউরোপিয় ইউনিয়ন

ইউরোজোনের প্রস্তাবে রোববারের গণভোটে গ্রিসবাসীর না বলার প্রেক্ষাপটে দেশটির কাছ থেকে ন্যূনতম সময়ের মধ্যে নতুন আর্থিক প্রস্তাব চেয়েছে ইউরোপিয় ইউনিয়ন। নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইউক্লিড সাকালোতোস।

গণভোটের ফলাফল দাতাদের পক্ষে না আসায় প্যারিসে জরুরি বৈঠকে বসেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাদ। বৈঠক শেষে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, এথেন্সের কাছ থেকে নতুন কিন্তু বাস্তব প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তারা।

ওলাদ বলেছেন, আলোচনার দরজা খোলা তবে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে।

মঙ্গলবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সিদ্ধান্তের সংকটে পড়া ইউরোপীয় ইউনিয়ন।

গণভোটের ফলাফলে উল্লসিত গ্রিকদের জন্য দুঃসংবাদ শুনিয়েছেন গ্রিসের ব্যাংকিং অ্যাসোসিয়েশনের প্রধান। তিনি জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকবে ব্যাংক। তবে বয়স্ক পেনশনভোগীদের জন্য খোলা থাকবে নির্দিষ্ট কিছু ব্যাংক।

এর মধ্যই যুক্তরাষ্ট্র গ্রিসকে ইউরোজোনে মধ্যে রাখার জন্য উভয়পক্ষকেই সমঝোতায় আসার আহবান জানিয়েছেন।