চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন দিনের আশায় ফুটবলে নতুন কোচ

কোচ আসে কোচ যায়। দেশের ফুটবলের অবস্থার কোনও পরিবর্তন হয় না। বাজে সময় দূর করতে এবার অস্ট্রেলিয়ান কোচের ওপর ভরসা রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে থেকে জানানো হয়েছে, দায়িত্ব নিতে জুনের প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন নতুন কোচ অ্যান্ড্রু অর্ড। চলতি মাসের শেষ দিন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ঢাকায় এসেই দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আগামী বছরের সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ। মেয়াদ শেষে চুক্তি নবায়নের সুযোগ রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে কমপক্ষে ছয় মাসের আগে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারবেন না।

এর আগে কোনও জাতীয় দলের দায়িত্ব পালন করেননি অস্ট্রেলিয়ান কোচ অর্ড। ফুটবলার হিসেবে খেলেছেন আধাপেশাদার লিগে। ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল পার্থ গ্লোরিকে কোচিং করানো ছাড়াও এশিয়ার বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে।