চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নতুন দায়িত্ব নিয়ে ফুটবলে ফিরছেন ওয়েঙ্গার?

আবারও ফুটবলে ফেরার খবর আর্সেন ওয়েঙ্গারের। এবার কোচ হিসেবে নয়। আর্সেনালের সাবেক কোচের কাঁধে গুরু দায়িত্ব দিতে চলেছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। যদিও দুপক্ষের কথাবার্তা পাকা হওয়ার খবর আসেনি!

গোল ডটকম জানাচ্ছে, টেকনিক্যাল দায়িত্বে ওয়েঙ্গারকে নিয়োগ দিতে চায় খেলাটির কর্তা সংস্থা ফিফা।

২১ বছর দায়িত্ব পালনের পর ২০১৮ সালে আর্সেনালের কোচের চেয়ার ছাড়েন ওয়েঙ্গার। পরে নতুন কোনো দায়িত্বে আর জড়াননি ৬৯ বছর বয়সী ফরাসি ভদ্রলোক।

ওয়েঙ্গার বসতে পারেন বোনিমির বোবানের দায়িত্বে। গত মে মাসে এসি মিলানের প্রধান ফুটবল কর্মকর্তা হওয়ার জন্য ফিফার ডেপুটি সেক্রেটারির চাকরি ছেড়ে দেন বোবান।

তবে বিইন স্পোর্টসকে গত সপ্তাহে ওয়েঙ্গার জানিয়েছেন, প্রশাসনিক আমলা হওয়ার শখ নেই তার। তিনি বরং কাজ করতে চান ফুটবলের উন্নয়নে। সুযোগ পেলে ফিরতে চান কোচিংয়ের দায়িত্বেই।

‘আমি নিজেকে একটা দলের সঙ্গে দেখতে চাই। আমার আগের চাকরির পর থেকে লম্বা একটা বিরতি হয়ে গেছে।’

ওয়েঙ্গারের সেই ইচ্ছার কথা ভেবেই টেকনিক্যাল দায়িত্বের পাশাপাশি ফুটবলের উন্নয়নের দিকটিও হয়তো তার হাতে তুলে দেবে ফিফা। কিন্তু কোচিং যার নেশা ও পেশা সেই ওয়েঙ্গার এই প্রস্তাবে রাজী হবেন কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি।