চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নতুন টাইগার রনি আর সোহানের গর্জন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে ডাক পাওয়া আবু হায়দার রনি
এবং নুরুল হাসান সোহান জানিয়েছেন, সুযোগ পেলে তারা দলের প্রয়োজনে সর্বোচ্চটুকু
দেবেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

ছুটি কাটিয়ে মঙ্গলবার বাংলাদেশে ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই অনুশীলন ক্যাম্পের চতুর্থ দিনে কোচ আর অধিনায়ক ব্যস্ত ছিলেন নতুন বছরের সিরিজগুলো নিয়ে পরিকল্পনা আঁকতে।

সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছেন না প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তরুণ পেসার আবু হায়দার রনি।

তিনি বলেন, জাতীয় দলে ডাক পেয়েছি, খেলতে পারলে নিজের জায়গাটা শক্ত করব। চেষ্টা করব বিপিএলের মতো জাতীয় দলেও পারফরম্যান্স ধরে রাখতে।

নিজের বোলিং বৈচিত্র্যও আরো উন্নত করাতে চান নেত্রকোণার ছেলে রনি।

একইভাবে দলের জন্যই খেলতে চান স্কোয়াডে জায়গা পাওয়া আরেক উদীয়মান উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান।

তিনি বলেন, ক্রিকেট খেলা চ্যালেঞ্জের, আর আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতে ভালবাসি। দলের প্রয়োজনে যেখানে ব্যাটিং করা দরকার সেখানেই করব। এতে আমার কোন সমস্যা নেই।

‘দলের প্রয়োজনে যদি এক রান করেও ম্যাচ জিততে পারি সেটাই হবে বড় পাওয়া।’

ওদিকে, জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় মাশরাফি-মাহমুদুল্লাহ-সাকিব-তামিম-মুশফিকদের ছ্ড়াই আগামী সপ্তাহে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ, বিসিএল’র লঙ্গার ভার্সন।

চল্লিশ থেকে ৪৫ দিনের বিসিএল টুর্নামেন্টের এবারের ভেন্যু বগুড়া এবং রাজশাহী।