চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন কোনো ব্যক্তির মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি: আইইডিসিআর

গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা আক্রান্ত বলে জানায় আইইডিসিআর। পরে তাদের দুজন করোনা আক্রান্ত নয় বলে জানানো হয়। আক্রান্ত তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ২৪ ঘণ্টা পর আবারও ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হবে। করোনা ভাইরাস পাওয়া না গেলে তাকে ছেড়ে দেয়া হবে। অন্যদিকে ইটালি থেকে আসা ১৪২ জনকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। তাদের কারো মাঝে এখনো করোনা ভাইরাসের লক্ষণ নেই। হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে পারলে তারা শর্ত সাপেক্ষে বাসায় যেতে পারবেন। তবে বিস্তারিত তথ্য পরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কথা জানিয়েছে আইইডিসিআর।