কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে কেন গেজেট প্রকাশের নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও কাজী নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসাদ উদ্দিন।
আসাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কাজী নজরুল ইসলাম মৌখিকভাবে জাতীয় কবি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে গেজেটের মাধ্যমে তাকে আনুষ্ঠানিক জাতীয় কবি ঘোষণা না থাকায় আমরা রিটটি করি। আদালত শুনানির পর রুল জারি করেন।’
এর আগে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।








