চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নগরবাসীকে ছাদকৃষিতে আত্মনিয়োগে শাইখ সিরাজের আহ্বান

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর বিশেষ সম্মাননা

বৈশ্বিক উষ্ণায়ন আর বিষমুক্ত কৃষিপণ্যের বিষয়টি মাথায় রেখে নগরবাসীকে ছাদকৃষিতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ।

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর পঞ্চম অভিষেক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা গ্রহণের সময় এ কথা বলেন তিনি।

চট্টগ্রামের একটি হোটেলে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর এই বর্ণাঢ্য অভিষেক আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ক্লাবের বৃহত্তর চট্টগ্রামের ৪২টি শাখার কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবারের অভিষেকের বিশেষ পর্ব স্বাধীনতা পুরষ্কার ও একুশে পদকপ্রাপ্ত উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজকে সম্মাননা।

সম্মাননা গ্রহণ করে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নাগরিক জীবনেও কৃষিকে অপরিহার্য করে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করেন নগর কর্তৃপক্ষের।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির রোটারি ক্লাবের বহুমুখি জনহিতকর কাজের কথা উল্লেখ করে বলেন, পরিবেশবান্ধব পরিচ্ছন্ন নগর গড়তে এই ক্লাব রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আয়োজন ছিল রোটারি ক্লাব অভিষেকের প্রচলিত আনুষ্ঠানিকতা। রোটারি ক্লাব, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর দিল নাশিন মোহসেন জানান, চলতি বছর রোহিঙ্গাদের জন্য সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে রোটারি ক্লাবের কার্যক্রম দৃষ্টান্তমূলক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে