চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নওগাঁয় জিংক সমৃদ্ধ নতুন জাতের ধান উৎপাদন

নওগাঁয় বাংলাদেশ ধান গবেষণা ইন্সস্টিটিউট উদ্ভাবিত জিংকসমৃদ্ধ বিরি-৬২ ধান চাষ শুরু হয়েছে। কৃষকদের কাছে এটি জিংক রাইস নামেই বেশি পরিচিত। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্ববধায়ণে জেলার ১১ উপজেলায় ৬শ ৬০ বিঘা জমিতে প্রদর্শনী প্লটে এ মৌসুমে ধান রোপন করা হয়।

এ জাতের ধানের মূল বৈশিষ্ট হলো বীজ তলায় বীজ ফেলা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সময় লাগে মাত্র ১০০ দিন।

কৃষকরা বলেন, অল্প সময়ের মধ্যে এই ধানটা হয়।ফলে অন্য ফসলের জন্য সুবিধে হবে। সময় কম লাগার কারণে অতিরিক্ত আরেকটি ফসল করতে পারবো।

রবি মৌসুমের সরিষা ও আলুসহ বিভিন্ন রবি ফসল চাষ করা যায়। বোরো ফসল চাষ করতেও কোনো অসুবিধে হয় না।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সস্টিটিউটের মহা-পরিচালক ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস বলেন, এই ধানের মধ্যে স্বাভাবিকভাবেই জিংকের পরিমাণ বেশি আছে। জিংকের পরিমাণ বেশি থাকায় স্বাভাবিকভাবে আমরা যে ভাত খাই তাতে জিংকের অভাব পূরণ হয়ে যাবে।

বিরি-৬২ ধানে জিংকের উপাদানের কারণে পুষ্টি সমৃদ্ধ হওয়ায় মা ও শিশুর জন্য অত্যন্ত উপযোগী।